ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক রুবেল!

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

স্পোর্টস ডেস্ক:রেুবেল হোসেনের অধিনায়কত্বের কথা শুনে চমকে গেলেন? ভাবছেন সত্যিই রুবেল কি অধিনায়কত্ব পেতে যাচ্ছে কিনা? হ্যাঁ বাস্তবেই রুবেল হোসেন অধিনায়ক হচ্ছেন তবে সেটি জাতীয় দলে নয় বরং বিসিবি একাদশের হয়ে।

জিম্বাবুয়ে সিরিজ শেষ করে আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

সেই সিরিজকে সামনে রেখে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। প্রস্তুতি ম্যাচে রুবেল হোসেনকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

এর আগেও জিম্বাবুয়ের বিপক্ষের একমাত্র প্রস্তুতি ম্যাচে রুবেলকে এই গুরু দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু, বৃষ্টিবাধায় সে ম্যাচে নেতৃত্বগুণ দেখানোর খুব একটা সুযোগ হয়নি তার। তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে চাইবেন জাতীয় দলের এই পেসার।

আগামী ১৮ নভেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে দুই দিনের প্রস্ততি ম্যাচটি। এ ম্যাচে রুবেলের নেতৃত্বে খেলবেন এনসিএলে দুর্দান্ত ফর্মে থাকা সৌম্য সরকার। এছাড়াও খেলবেন জিম্বাবুয়ে টেস্ট সিরিজে খেলা নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুনের মতো জাতীয় দলের তারকারা।

বিসিবি একাদশ :
রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, মিজানুর রহমান, ফজলে রাব্বি, এবাদত হোসেন, সাদমান ইসলাম, নাইম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক ও রিশাদ আহমেদ।

বিআইজে/

Comments