এবার রোনালদোদের বিদায়, উরুগয়ে কোয়ার্টারে

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৮

লিওনেল মেসির আর্জেন্টিনার পর এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালেরও বিশ্বকাপ শেষ হয়ে গেল। শেষ ষোলোতে শনিবার দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে পর্তুগাল।

জোড়া গোল করেছেন পিএসজিতে খেলা উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি। রক্ষণ আঁটসাঁট রেখে রোনালদোদের প্রথমার্ধে রুখে দিয়েছে উরুগুয়ে। এ অবস্থায় মাত্র ৭ মিনিটেই গোল পেয়ে যায় উরুগুয়ে। দলীয় আক্রমণের ধারাবাহিকতায় বাম প্রান্ত থেকে সুয়ারেজের হাওয়ায় ভাসানো ক্রস দারুণ হেডে কাভানি পাঠিয়ে দেন পর্তুগালের জালে।

খেলার ৫৫ মিনিটে হেডে সমতাসূচক গোল করে পর্তুগালের আশা জিইয়ে রেখেছিলেন পেপে। তবে সেই সমতা ধরে রাখতে পারেনি তারা। কাভানি বেশ কাঁপিয়েছেন পর্তুগালের রক্ষণভাগকে। যার ধারাবাহিকতায় ৬২ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। দলটির ডিফেন্ডার বেনতাঙ্কুর ভুলে পাওয়া বল বুটের ডগা দিয়ে বাঁকানো শটে পাঠিয়ে দেন পর্তুগালের জালে।

এতে ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় উরুগুয়ে। যোগ করা সময়ে পর্তুগাল গোল করার দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। যে কারণে রাশিয়া বিশ্বকাপ থেকে বাড়ির পথই ধরতে হয়েছে রোনালদোদের।

Comments