‘এক হাতে কোরআন অন্য হাতে কম্পিউটার’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক : আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘আমাদের লড়াই শুধু সন্ত্রাসবাদ ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, কোনও ধর্মের বিরুদ্ধে নয়। যে সন্ত্রাস ও ধর্মীয় মৌলবাদ যুব সমাজকে বিভ্রান্ত করছে।’ ভারতীয় সংবিধানে বহুত্ববাদের স্বীকৃতির কথা উল্লেখ করে মোদী আরও বলেন, ‘প্রতিটি ধর্মই মানুষের গুরুত্বকে তুলে ধরেছে।’ বৃহস্পতিবার দিল্লিতে ‘ইসলামিক হেরিটেজ: প্রোমোটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন’ এর এক আলোচনায় মোদী এসব কথা বলেন। অনুষ্ঠানে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহও উপস্থিত ছিলেন। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হয়ে ওঠারও প্রয়োজন রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। মোদী মনে করেন, ‘মুসলিম যুবসমাজকে ইসলামের মানবিক দিকগুলো সম্পর্কে স্পষ্ট ও ইতিবাচক ধারণা নিতে হবে। ভালো করে তা বুঝতে হবে।’ মোদী বলেন, ‘ভারতে পৃথিবীর সব প্রধান ধর্মের মানুষই বসবাস করে। ভারতীয় গণতন্ত্রে বহু যুগ ধরে এর উদযাপনও হয়’, বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যুবকদের ইসলামের ধর্মীয় ও মানবিক সব দিকে যুক্ত থাকতে হবে। পাশাপাশি প্রযুক্তির সাথেও যুক্ত থাকতে হবে।’ ‘অবশ্যই মুসলমানদের এক হাতে কোরআন এবং অপর হাতে কম্পিউটার থাকতে হবে’, বলেও মোদি তার বক্তৃতায় উল্লেখ করেন। খবর : এনডিটিভি #AH Comments SHARES আন্তর্জাতিক বিষয়: