‘আসামে নাগরিকত্ব তালিকা থেকে বাদপড়াদের বাংলাদেশে পাঠাবো’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮ ভারতে ক্ষমতাসীন দল বিজেপি একজন শীর্ষস্থানীয় নেতা এই প্রথমবারের মতো ঘোষণা করেছেন যে, আসামের চূড়ান্ত নাগরিক তালিকা বা এনআরসি থেকে যাদের নাম বাদ পড়বে তাদের বাংলাদেশেই ‘ডিপোর্ট’ করা হবে। বিজেপির প্রভাবশালী সাধারণ সম্পাদক রাম মাধব সোমবার সন্ধ্যায় দিল্লিতে এনআরসি বিষয়ক এক আলোচনাসভায় তাদের এই নীতির কথা ঘোষণা করেছেন।সেখানে তিনি বলেন, তাদের পরিকল্পনা হল তিনটে ডি – ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট। ”প্রথম ধাপে অবৈধ বিদেশি কারা, তাদের শনাক্ত করা হবে (ডিটেক্ট) – যেটা এখন চলছে,” তিনি বলেন। “তারপর ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার প্রক্রিয়া শুরু হবে (ডিলিট)। আর তারপর আমরা তাদের বাংলাদেশে ডিপোর্ট করবো।” এর আগে বিজেপির শীর্ষ স্তরের কোনও নেতাই এত স্পষ্টভাবে এনআরসি থেকে বাদ-পড়া লোকজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলেননি। ওই একই আলোচনাসভায় হাজির ছিলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও। তিনি মন্তব্য করেন, ‘অবৈধ’ বিদেশিদের খুঁজতে আসামের পর এবার সারা ভারতেই এনআরসি প্রক্রিয়া চালু করা উচিত। -বিবিসি #এএইচ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: ‘আসামে নাগরিকত্ব তালিকা থেকে বাদপড়াদের বাংলাদেশে পাঠাবো’