জিয়ার জন্মভিটায় নেই বিএনপির প্রার্থী!

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৮

একুশ ডেস্ক: রাত পোহালে ভোট। কিন্তু ভোট নিয়ে কোনোই আগ্রহ নেই ভোটারদের। নেই নির্বাচনী আমেজ-উত্তাপ।

এমনই চিত্র বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলী ও পাশের উপজেলা শাহজাহানপুর নিয়ে গঠিত বগুড়া-৭ আসন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় এ আসনটি বিএনপির দূর্গ হিসেবে খ্যাত।

১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় নির্বাচনেই ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অথচ এবার এ আসনে বিএনপির কোনো প্রার্থীই নেই।

দুর্নীতির মামলায় সাজা হওয়ার কারণে প্রথমেই বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল হয়। বিকল্প প্রার্থী হিসেবে গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিলটন ছিলেন ধানের শীষের প্রার্থী।

কিন্তু গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খানের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আরা খানের রিটের কারণে হাইকোর্ট তাঁর প্রার্থিতাও বাতিল করে দেন। ফলে প্রার্থী হয়ে পড়ে বিএনপি।

এনিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ‘কেমন হতে যাচ্ছে এবারের ভোট?’ প্রশ্নে পাল্টা প্রশ্ন করেন এক ভোটার বলেন, ‘হয়রানি, মামলা, ধরপাকড়—বুঝতে পারছেন? কলাগাছ দাঁড়ালেও এখানে কে পাস করবে, বুঝতে পারছেন? ব্যান্ডেজ করা পা দিয়ে আর কতক্ষণ খেলা যায়? এবার যা বোঝার বুঝে নেন’।

জাতীয় পার্টির বর্তমান সাংসদ মোহাম্মদ আলতাফ আলী এবারও লড়ছেন ‘লাঙল’ প্রতীক নিয়ে। আগের বার এই আসনে আওয়ামী লীগ-বিএনপি কেউই ওইভাবে মাঠে ছিলো না। ফলে পাস করতে খুব কষ্ট হয়নি আলতাফ আলীর।

সেবার বিএনপির প্রার্থীই ছিলো না সারাদেশে। আর মহাজোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নীরব সমর্থন ছিলো আলতাফ আলীর জন্য আশীর্বাদ। 

কিন্তু এবারের চিত্র ভিন্ন। এবার আওয়ামী লীগ মাঠে নেমেছে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আরা খানের পক্ষে। তাঁর প্রতীক ডাব।

আর হতাশ বিএনপি শেষ পর্যন্ত দাঁড়িয়েছে আরেক স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম বাবলুর পক্ষে। তাঁর প্রতীক ট্রাক। শুক্রবার বিএনপি কেন্দ্র থেকে রেজাউল করিমের পক্ষে কাজ করার ঘোষণা দেয়।

এ ব্যাপারে উচ্চ আদালতের আদেশে প্রার্থিতা হারানো মোরশেদ মিলটন বলেন, দলের চেয়ারপারসনকে যে ষড়যন্ত্র করে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, একই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার প্রার্থিতা আটকে দেওয়া হয়েছে।

মিল্টন বলেন, ফাঁকা মাঠে কেউ যাতে গোল দিতে না পারে তাই স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের ট্রাক প্রতীককে সমর্থন দিতে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার বিএনপির কেন্দ্র থেকে সমর্থনের সিদ্ধান্তের বিষয়টি আমাকে জানানো হয়েছে। তথ্যসূত্র: প্রথম আলো।

/এসএস

Comments