শেষ ম্যাচে ভালো করার প্রত্যাশা মাশরাফির নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯ স্পোর্টস ডেস্ক: আগামীকাল বুধবার ভোরে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। উইকেট দেখে মাশরাফির মনে পড়ছে প্রথম ওয়ানডের কথা। নেপিয়ারের উইকেটও তো ভালো ছিল। কিন্তু পারেনি দল। শেষ ওয়ানডেতে ভালো কিছুর জন্য অধিনায়ক তাকিয়ে টপ অর্ডারের দিকে। এর আগে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচেই ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এখন শঙ্কা হোয়াইওয়াশের। তবে কিউদের হারিয়ে আত্মবিশ্বাস পেতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘নেপিয়ারেও ভালো উইকেট ছিল। হয়তো আমাদের মানিয়ে নিতে সময় লাগছে। তবে ২-০ তে পিছিয়ে থাকার পর এসব অজুহাতের মতো মনে হতে পারে। আশা করি শেষ ম্যাচে ভালো কিছু হবে, টপ অর্ডার ভালো কিছু করবে।’ টাইগার অধিনায়ক এমপি মাশরাফি আরো বলেন, আমার জানামতে ডানেডিনের উইকেট ব্যাট করার জন্য অনেক ভালো। এখানে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ৩৪০ রান তাড়া করে জিতেছিল ৪৫ ওভারেই। আশা করছি দারুণ ব্যাটিং উইকেট হবে। এটা মাথায় রেখে ভাল পরিকল্পনা করব। এদিকে ইনজুরির কারণে ইতোমধ্যে ছিটকে গেছেন গত দুই ম্যাচের রান পাওয়া মোহাম্মদ মিথুন। এখন উইকেট কিপার কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়েও রয়েছে শঙ্কা। এখনো নিশ্চিত হয়নি মুশির শেষ ম্যাচে। বিআইজে/ Comments SHARES খেলাধুলা বিষয়: নিউজিল্যান্ড সিরিজমাশরাফি বিন মর্তুজা