মিরসারইয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮ আজিজ আজহার, মিরসরাই, চট্টগ্রাম: সারাদেশের মতো চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আজ রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। মিরসরাইয়ে ১০৪টি কেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। ভোটারের উপস্থিতিও ভালো। প্রায় কেন্দ্রে দেখা গেছে নারী ভোটারদের দীর্ঘ লাইন এবং তরুণ ভোটারের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগ ও সহিংসতার ঘটনা ঘটেনি। জানা গেছে এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ১৬জন। এদের মধ্যে নারী ভোটার ১ লক্ষ ৫৫ হাজার ৪শত ৭৪জন আর পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ৫ শত ৪২ জন। এদের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ৪১ হাজার ৯ শত ৬০ জন ভোটার নতুন করে যুক্ত হয়েছে। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: