ঐক্যফ্রন্টের জয়ের ব্যাপারে আশবাদী ড. কামাল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮ ডেস্ক: ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেন বলছেন, ঐক্যফ্রন্টের জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। রোববার সকাল ৯টায় রাজধানীর ভিকারুননিসা স্কুল কেন্দ্র ভোটি দিয়ে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওই কেন্দ্রে এখনও পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ড. কামাল অভিযোগ করেন, সারাদেশ থেকে ঐক্যফ্রন্টের প্রার্থীরা ফোন দিয়ে জানাচ্ছেন তাদের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না- এমন প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান ড. কামাল। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: