সিলমারা ব্যালট নিয়ে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

আহমাদ সাঈদ, নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার পৌনে ৩ টার দিকে পল্টনস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনে ভোট কারচুপি, অবৈধভাবে ব্যালট বক্স ভর্তি করা, হাতপাখার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া সহ নানান অভিযোগ করা হয়।

এসময় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ঢাকা-৪ আসনের হাতপাখা প্রতিকের প্রার্থী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী মহাজোটের লাঙল প্রতিকের সিল মারা ব্যালট দেখিয়ে সাংবাদিকদের বলেন, আমি নিজে একজনকে ধাওয়া করে সিলামারা ব্যালট সহ আটক করি।

তিনি বলেন, আওয়মাী লীগ ও জাতীয় পার্টির কর্মীরা মহাজোটের লাঙল প্রতিকে ব্যালটে সিল মেরে ভোটারদের অধিকার ক্ষুণ্ন করছে। এটা কোনো নির্বাচন হতে পারে না।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মনিটরিং সেলের সমন্বয়ক অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন জানান, ঢাকা ৪, ৬, বরিশাল ৫ আসন সহ সারাদেশের বিভিন্ন এলকায় হাতপাখা প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়ে ব্যালটে সিল মারে নৌকা প্রতিকের সমর্থকরা।

সংশ্লিষ্ট খবর… নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে: ফয়জুল করীম

বরিশালে ভোট কারচুপিতে বাধা দেয়ায় সরকার দলীয় ক্যাডার বাহিনীর হামলায় ৯ কর্মী আহত হয়েছেন বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ঢাকা-৪ আসনের হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলনের নায়েবে আমীর সৈয়দ মোসিাদ্দেক বিল্লাহ আল মাদানী।

এছাড়াও উপস্থিত ছিলেন ‍যুগ্ম মহাসচি অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা শেখ মুহাম্মদ নূর উন নাবী, মিডিয়া সেলের সমন্বয়ক শহিদুল ইসলাম কবীর প্রমুখ।

আরো পড়ুন… বরিশালে হাতপাখার এজেন্ট ও কর্মীদের ওপর হামলা; আহত ৯

/এসএস

Comments