ভোটগ্রহণ শেষে চলছে গণনা; অপেক্ষা ফলাফলের

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

মারুফ মুনির, বিশেষ প্রতিবেদক: দিনভর ভোটগ্রহণ শেষে সারাদেশে ভোট গণনা চলছে। অপেক্ষা এবার ফলাফলের।

সারাদেশে থেকে ঘোষিত ফলাফলের ভিত্তিতে নির্ধারণ হবে আগামী দিনের সরকার পরিচালনার দায়িত্বে কারা আসছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রোববার সকাল ৮টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

দিনভর ভোটগ্রহণ শেষে এখন গণণা চলছে। বিচ্ছিন্নভাবে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফলও আসছে। চূড়ান্ত ফলাফলে জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘন্টা।

বিচ্ছিন্ন কিছু ঘনটা ছাড়া সারাদেশে শান্তির্পূণভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কেএম নূরুল হুদা।

নির্বাচনে প্রধান বিরোধী জোট ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করা হয়। সারাদেশে বিএনপির এজেন্ট করে দেয়ার অভিযোগে স্থানীয়ভাবে অনেক প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

এছাড়াও সর্বোচ্চ ২৯৮ আসনে প্রার্থী দেয়া ইসলামী আন্দোলন বাংলাদেশও পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনে ব্যাপক কারচুপি, এজেন্ট ও কর্মীদের ওপর হামলা এবং কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করে।

সব মিলিয়ে নির্বাচন নিয়ে বিভিন্ন দল ও ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দিনশেষে ভোট গণনা ও ফলাফলের অপেক্ষায় রয়েছে দেশবাসী।

/এসএস

Comments