ঢাকা-৪ বিএনপি প্রার্থী সালাহ উদ্দিনের ওপর হামলা; আহত ৭

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

একুশ নিউজ: ভোট দিতে গেলে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের ওপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটে। নিজের ভোট দিয়ে বেরিয়ে আসার সময় তার ওপর এ হামলা হয়।

রোববার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি সালাহউদ্দিনসহ আহত হয়েছেনি আরো অন্তত ৭ জন।

এদিকে, আসনটিতে ধানের শীষের পোলিং এজেন্ট ঢুকতে না দেয়ার অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়কারী তানভীর আহমেদ রবিন।

তিনি সাংবাদিকদের জানান, এ আসনে মোট ৭৭টি কেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রেই আমাদের পোলিং এজেন্ট জোর করে বের করে দেয়া হয়েছে।

/এসএস

Comments