বরিশালে হাতপাখার এজেন্ট ও কর্মীদের ওপর হামলা; আহত ৯ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮ একুশ নিউজ: বরিশাল-৫ আসনের হাতপাখা প্রার্থীর এজেন্ট ও কর্মীদের ওপর হামলায় ৯ জন আহত হওযার খবর পাওয়া গেছে। রোববার সকাল ১০ টার দিকে বারোইজ্জাহাট এলাকায় একটি কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। বরিশাল মহানগর ছাত্র আন্দোলনের সভাপতি ও মিডিয়া সমন্বয়ক শরীয়ত উল্লাহ জানান, বারোইজ্জারহাটের ওই কেন্দ্রে নৌকা সমর্থকরা কেন্দ্রে ঢুকে ব্যালট বক্সে সিল মারাসহ ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধা দিচ্ছিলেন। এসময় হাতাপাখার এজেন্ট ও দায়িত্বরত কর্মীরা ভোট কারচুপিতে বাধা দিতে গেলে তারা লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এসময় তারা হাতপাখা কর্মীদের পিটিয়ে এবং দাড়ালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে ৯ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও বরিশালের চরমোনাই ও পাশের আরেকটি ইউনিয়ন ছাড়া প্রায় সবগুলো কেন্দ্র নৌকা সমর্থকরা দখলে নিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: