শুরুর আগেই ভোট শেষ!

প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

একুশ ডেস্ক: রোববার সকাল ৮টায় সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও শুরু আগেই বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

ভোটের গ্রহণ শুরুর আগেই রোববার পৌনে ৮টায় শরীয়তপুর-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, এসব কেন্দ্রে ভোট শুরুর আগেই সরকার দলীয় প্রার্থীর পক্ষে ব্যালট বাক্সে ভোট দিয়ে ব্যালট বক্স ভর্তি করার অভিযোগ পাওয়া গেছে।

এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক এমপির প্রধান প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু আহম্মেদ গত ২৪ ডিসেম্বর নির্বাচরনায় নেমে প্রথম দিনেই হামলার শিকার হয়ে আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

ফলে এখানে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে কোনো প্রচার প্রচারণারও লক্ষ্য করা যায়নি। আজ ভোটের দিন কোনো কেন্দ্রেও এজেন্ট দেয়া হয়নি বলে জানা যায়।

তবে বিএনপি কর্মীরা দাবি করছেন তাদের এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বিএনপি কর্মীদের দাবি সরকারদলীয় প্রার্থীর লোকেরা নিজেরাই একাধিক এজেন্ট দিয়েছে যাতে কোনো সাংবাদিক জিজ্ঞেস করলে একেকজন নিজেদের অন্যন্য প্রার্থীর পরিচয় দিয়ে এটা বলতে পারে যে সব প্রার্থীর এজেন্ট রয়েছে।

শরীয়তপুর ২ ও ৩ আসনেও বিভিন্ন কেন্দ্রে একই চিত্র দেখা যায়। ২ আসনের বিভিন্ন এলাকা ঘুরে আমাদের প্রতিনিধি জানিয়েছে, এখানেও ভোট বিভিন্ন এলাকায় নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। ভোটারদরকেও জিজ্ঞেস করে করে নৌকায় ভোট দিবে বললেই ঢুকার অনুমতি মিলছে। কোথাও কোথাও রাতেই ব্যালট বক্স ভর্তির খবর পাওয়া গেছে।

এছাড়াও বগুড়া-২ আসনেও বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ শুরুর আগেই শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়।

তবে কিছু কিছু জায়গায় এমন ঘটনা ঘটলেও উল্টে চিত্রও দেখা যায় সারাদেশের বিভিন্ন ভোট কেন্দ্রে।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও শীতের কারণে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সারাদেশে সুষ্ঠু নির্বাচনের আশা করছেন ভোটারসহ সংশ্লিষ্টরা।

/এসএস

Comments