ভিসির বাসার সামনে ছাত্রলীগের অবস্থান, ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯

একুশে ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফল কারচুপির অভিযোগ এনে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে প্রথমে ছাত্রলীগের কর্মীরা ভিসির বাড়ির সামনের সড়কে মানববন্ধন করেন। পরে তারা সেখানে রাস্তার ওপরে অবস্থান নেন। ভিসির বাসভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি ।

এর আগে মঙ্গলবার সকালে ক্যাম্পাসের কয়েকটি জায়গায় রাস্তার ওপরে বিচ্ছিন্নভাবে টায়ার জালিয়ে প্রতিবাদ জানান ছাত্রলীগের কর্মীরা। তারা বলছেন, ‘নির্বাচন সুষ্ঠ হলেও ফল কারচুপি করা হয়েছে। আমরা এই ফল প্রত্যাখ্যান করছি।’

এদিকে, নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সোমবার ছাত্রলীগ ছাড়া অন্যান্য প্যানেলের প্রার্থীরা মঙ্গলবার ঢাবিতে ছাত্র ধর্মঘট আহ্বান করেছিল। সরেজমিন দেখা গেছে, ধর্মঘট নয়, তবে ক্লাস বর্জন চলছে।

বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশের মুখে প্রতিটি গেট বন্ধ করে দিয়ে গাড়ি ও সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

ক্যাম্পাসে ছাত্রলীগের মানববন্ধননির্বাচনে বিজয় একাত্তর হল সংসদে সদস্য পদে বিজয়ী রেজাউল রায়হান বলেন, ‘চক্রান্ত করে ফল কারচুপির মাধ্যমে ভিপি পদ দেওয়া হয়েছে। স্বাধীনতাবিরোধীদের বিজয়ী করতে চক্রান্ত করা হয়েছে। এই ফল মানি না।’

বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলেও ফল কারচুপি করা হয়েছে। এই ফল প্রত্যাখ্যান করছি।’

টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগ কর্মীদের প্রতিবাদ সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন ভিসি ড. মো. আখতারুজ্জামান। নুরকে ভিপি ঘোষণার পর সিনেট ভবনের অডিটোরিয়ামে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারা সেখানে ‘ফল মানি না’ বলে স্লোগান দেন। এছাড়া, ‘নুরের চামড়া তুলে নেবো আমরা’, ‘ভুয়া ভুয়া’ বলেও স্লোগান দেন। এসময় অডিটোরিয়ামে হট্টগোলের সৃষ্টি হয়। পরে তারা ভিসির বাসভবনের সামনে মিছিল নিয়ে জড়ো হন।

এফএফ

Comments