ব্যাডমিন্টনে জাতীয় পর্যায়ে খেলতে চায় কুবি’র উর্মি-সোনিয়া নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯ খোরশেদ আলম, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আন্তঃবিভাগ ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতা-২০১৯’ এ চ্যাম্পিয়ন হয়েছে পরিসংখ্যান বিভাগ। এ বিভাগের হয়ে খেলেছেন ফাতেমা তুজ জোহরা উর্মি ও সোনিয়া সুলতানা। ফাতেমা তুজ জোহরা উর্মি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। খেলাধুলায় মন ছোটবেলা থেকেই। অনুপ্রেরণা পেতেন বাবার কাছে। উর্মি জানান সেই বাবা এখন বেঁচে নেই! ফাইনাল খেলার আগের ভাবনা নিয়ে উর্মি থামা-থামা কন্ঠে বলে, বিশ্ববিদ্যালয়ে বাবার শেখানো খেলাটায় যদি চ্যাম্পিয়ন হতে পারতাম। তাঁর শেখানো খেলাটায় হারবো! তারপর গালভরে নিঃশ্বাসনিয়ে বলেন, পেরেছি। ১০ম শ্রেণিতেও একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। দুবার হলো বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ন হয়েছি-বলেই মুখে তার সাফল্যের হাসি। জানান জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলার খুব ইচ্ছে তার। নিজের প্রত্যাশা ব্যক্ত করে উর্মি জানায়, সাফল্যের ধারা অব্যাহত রাখার চেষ্টা সবসময় থাকবে। আর আমাদের পরিসংখ্যান বিভাগও সহশিক্ষা কার্যক্রমে খুবই আন্তরিক। চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিচ্ছেন উমি-সোনিয়া এ বিভাগের আরেক লড়াকু খেলোয়ার সোনিয়া সুলতানা। বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে পা রাখলো। এরই মধ্যে তার ব্যাডমিন্টন নৈপুণ্য সবার মুখে মুখে। পুরো প্রতিযোগিতা জুড়ে তার খেলা উপভোগ করছে দর্শকরা। সে বলে, আমার বড় ভাই রাসেলের কাছে আমি কৃতজ্ঞ। তাঁর অনুপ্রেরণায় আমার ব্যাডমিন্টনে আসা। মেয়ে বিধায় অন্য দশটা ছেলের মতো ব্যাডমিন্টন খেলতে তার একটু বাধাই ছিলো। মা-বাবা আমার বয়সে বড় ছেলেদের সাথে খেলতে না করতেন। পরক্ষণেই তার জিজ্ঞাসা, ‘আমাদের সমাজের অবস্থাতো বুঝেনই’ যাই হোক, পরিবারে মা-বাবার আন্তরিক সহযোগীতা ছিলো আমার ব্যাডমিন্টন খেলায়। এখানে আরেকটি পরিবার পেলাম। পরিসংখ্যান পরিবার। শিক্ষক, বড় ভাই-বোন সবাই খুবই আন্তরিক। ব্যাডমিন্টন নিয়ে নিজের প্রত্যাশার ব্যাপারে সে জানায়, সবধরনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাডমিন্টন খেলতে চাই। কথা হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. দুলাল চন্দ্র নন্দীর সাথে। তিনি বলেন, আমাদের বিভাগ সবসময় সহশিক্ষা কার্যক্রমে জোর দিচ্ছে। গত বছর ফুটবলে চ্যাম্পিয়ন এবং এবার ছাত্রীদের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন এরই প্রমান। ছাত্রীদের অগ্রযাত্রা নিয়ে তিনি বলেন, কোথাও লিঙ্গ বৈষম্য করা যাবে না। সমান সুযোগ পেলে মেয়ে হোক, ছেলে হোক যে কেউ সাফল্য আনতে পারে। /আরএ Comments SHARES খেলাধুলা বিষয়: