২১ ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯

ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় রেল দুর্ঘটনায় ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সন্ধ্যায় রেল চলাচল স্বাভাবিক হয়।

রেলসচিব মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামত সম্পন্ন হয়েছে। সংস্কারের পর ট্রায়াল দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে এখন ট্রেন দশ কিলোমিটার গতিতে চলবে।

উল্লেখ্য, রোববার দিবাগত রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি ব্রিজ ভেঙে উপবন এক্সপ্রেসের একটি বগি খালে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও দুই শতাধিক যাত্রী।

এর আগে দুর্ঘটনা কবলিত উপবন এক্সপ্রেসের ১৭টি বগির মধ্যে ১২টি বগি উদ্ধার করা হয়েছে। উপবনের সামনের ৭টি বগি যাত্রীদের নিয়ে ঢাকা পৌঁছায়।

অতিরিক্ত যাত্রী বহন ও দীর্ঘদিন ধরে জরাজীর্ণ রেললাইন মেরামত না করার কারণেই মৌলভীবাজারের কুলাউড়ায় এ রেল দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এসকে/

Comments