চোখের পানি ফেলে মির্জা ফখরুল নিজেকে হাসির পাত্র বানিয়েছেন: রমেশ চন্দ্র

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, সম্প্রতি ঠাকুরগাঁওয়ের একটি সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের পানি ফেলে নিজেকে হাসির পাত্র হিসেবে পরিণত করেছেন। তার মনে রাখা উচিৎ ঠাকুগাঁওয়ের মানুষ এখন আর চোখের পানিতে ভরসা পায় না, মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী। আর দেশের উন্নয়ন আওয়ামী লীগ করেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের পুরতান বাসষ্ট্যান্ড এলাকায় নৌকার নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।

রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে উন্নয়নমূলক কার্যক্রম করেছে; দেশকে উন্নতশীল দেশে পরিণত করেছে; আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।

একটি ভিডিও বার্তা মির্জা ফখরুল নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন; মানুষ জানতে চায় তিনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন? মানুষের সাথে এসব ধোঁকাবাজি করে আর কতদিন চলতে চান। তাই ধোঁকাবাজি ছেড়ে দিন। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে নৌকা মার্কায় ভোট দতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা মার্কা ভোট দেওয়ার আহ্বান জানান রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী প্রচারণা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্নসাধারণ সম্পাদক এ্যাড, শেখর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলকসহ মহাজোটের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের সহযোগি অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।

এছাড়া বক্তারা আরো বলেন, মানুষ এখন অনেক সচেতন। মানুষ এখন ভুল করতে চায় না। তারা পিছিয়ে থাকতে চায় না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম শেখ হাসিনা সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে।তাই তিনি আন্তর্জাতিকভাবে মাদার অব হিউম্যানিটি উপাধি পেয়েছেন। অন্য কেউ রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশ আগের মতো অনেক পিছিয়ে যাবে।

Comments