ঠাকুরগাঁওয়ে নৌকার নির্বাচনী সভা

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮


গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী রমেশ চন্দ্র সেন এমপির নৌকা প্রতীকের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও পৌরসভার সেনুয়া বাজারে, সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু।

সভায় মকবুল হোসেন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এরপর স্বাধীনতা বিরোধীরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর দেশকে পিছন দিকে টেনে নিয়ে গিয়েছিল। এ দেশের মানুষের ভাগ্যের বিপর্যয় ঘটেছিল।

এরপর ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার গঠন করে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। এরপর ২০০১ সালে ভোট কারচুপির মাধ্যমে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে দেশকে ধ্বংসের দিকে টেনে নিয়ে গেছে।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ঠাকুরগাঁওয়ের উন্নয়নের স্বার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকার গঠনে সকলের প্রতি আহ্বান জানান।

২০০৮ সালে আবারও বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল। এরপর থেকেই বদলে যেতে থাকে বাংলাদেশ; উন্নয়নের শিখরে পৌঁছে যায় বাংলাদেশ। বিশ্বে এখন বাংলাদেশ উন্নতশীল দেশ।এ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সক্ষমতা অর্জন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ের বিশাল জনসভায় অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে ঠাকুরগাঁও থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্ত:নগর ট্রেন সার্ভিস চালু হয়েছে। আর যেসব প্রতিশ্রুতি রয়েছে সেগুলো আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে ঠাকুরগাঁওবাসী পেয়ে যাবে। তাহলে এ জনপদের পুরো চেহেরা পাল্টে যাবে।

বাংলাদেশ আওয়ামী লীগের ঠাকুরগাঁও পৌরসভার ২ নং ওয়ার্ডের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী সভা শুরু হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক, রাজিউর রেজা খোকন চৌধুরি, জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক প্যানেল মেয়র,বাবলুর রহমান বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি, নজরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি, আব্দুল মজিদ আপেল।

এছাড়া নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ ও যুব মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/সিএইচ

Comments