তামিম যেখানে এশিয়ার সেরা ওপেনার

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯

নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেদক: বর্তমান শতাব্দীতে তামিম ইকবাল একমাত্র ক্রিকেটার এশিয়ার বাইরে সবার থেকে কম ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন। (২০০০–২০১৯) এশিয়ান ওপেনারদের মাঝে এশিয়ার বাইরের (আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া) এই চার দেশে সবচেয়ে বেশি শতক যৌথভাবে তামিম ইকবালের ও শেবাগের।

তবে সবচেয়ে কম ইনিংস খেলায় তামিমের নামটিই আগে আসবে। মাত্র ১৯ ইনিংসে ৩ টেস্ট শতক তামিমের। প্রথমটি ২০১০ সালে লর্ডসে, ২য় শতক পরের টেস্টেই ম্যানচেস্টারে, ৩য় শতক ২৮ তারিখ হ্যামিল্টনে।

ভারতীয় লিজেন্ডারি টেস্ট ওপেনার বীরেন্দ্র শেবাগেরও এই কন্ডিশনে ৩টি টেস্ট শতক রয়েছে। তবে তিনি ইনিংস খেলেছেন ৪৯টি। তামিম থেকে ৩০ টি বেশি। শ্রীলঙ্কান গ্রেট মারভান আত্তাপাত্তুর শতক ৩টি ২৭ ইনিংসে।

তবে তামিমের টেস্ট অভিষেকের পর থেকে হিসেব করলে এই তালিকায় এককভাবে শীর্ষে থাকবেন তামিম ইকবাল। তামিমের ৩টি টেস্ট শতক আছে ওপেনার হিসেবে এই দেশগুলোতে। বাকি কোনো এশিয়ান ওপেনারের ২টি শতকের বেশি নেই। গৌতম গম্ভীর, কে এল রাহুল, মুরালি বিজয়দের মত টেস্ট ওপেনারদের রয়েছে ২টি করে শতক।

সেই হিসেবে খান সাহেব সবচেয়ে কম ইনিংসেই এশিয়ান সেরা ওপেনার বলা যায়।

/আরএ

Comments