২০২০ সালের টি টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ড্র; বাছাই পর্বে বাংলাদেশ

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেক: ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলবে বাছাই পর্বে।

বাছাই পর্ব ছাড়া সরাসরি মূলপর্বে খেলবে ৮ দল। এর মধ্যে গ্রুপ এ: পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, কোয়ালিফায়ার ১, কোয়ালিফায়ার ২।

গ্রুপ বি: ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান, কোয়ালিফায়ার ৩, কোয়ালিফায়ার ৪।

কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ আছে বি গ্রুপে। বাংলাদেশ যদি কোয়ালিফায়ার রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে বাংলাদেশ মূল পর্বে বি গ্রুপের ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে লড়বে। আর রানার্সআপ হয়ে কোয়ালিফাই হলে এ গ্রুপের হয়ে মূল পর্বে খেলে বাংলাদেশ।

কোয়ালিফাই রাউন্ড এর সবগুলো ম্যাচই বাংলাদেশ খেলবে হোবার্টে। বাংলাদেশের ম্যাচ হবে ১৯, ২১ ও ২৩ অক্টোবর (২০২০) এ।

কোয়ালিফাই রাউন্ড এর বাকি ৬ দল: জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, হংকং, ওমান ও আয়ারল্যান্ড।

/এমএম

Comments