দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড; হাশিম-ইমরানের সঙ্গে তৃতীয় মুসলিম খেলোয়ার তাব্রিজ

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেদক: ‘চোকার’ বলে পরিচিত দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে কতটা ভালো করতে পারবে তা সময় বলে দিবে। ভাগ্য বদলাতেই কিনা এবারের বিশ্বকাপে ৭ম দল হিসাবে স্কোয়াড ঘোষণা করে দলটি।

১৫ সদস্যের দলে জায়গা হয়েছে তিন মুসলিম ক্রিকেটারের। তিন মুসলিম ক্রিকেটার হাশিম আমলা, ইমরান তাহির, তাব্রাইজ শামসি।

ওপেনিং এ অছেন হাশিম অমলা, কুইন্টন ডি কক, এইডেন মার্কাম। তিনজনের মধ্য থেকে দলে জায়গা পাবে দুজন। পেস আক্রমণে যথেষ্ট শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে আইপিএল মিস করা লুঙ্গি এনগিডি আছেন স্কোয়াডে।

কাগিসো রাবাদা, আন্ডিলে ফেলুকওয়ায়ো, অ্যানরিখ নর্টজে, ডোয়াইন প্রিটোরিয়াসদের সাথ্যে আছেন অভিজ্ঞ ডেল স্টেইন। ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় বল করতে পারা অ্যান্রিখ নর্টজেও এনগিডির মতো ইনজুরিতে পড়ে আইপিএল মিস করেছেন।

স্পিন ডিপার্টমেন্টে মূল ভরসা ৪০ বছর বয়সী ইমরান তাহির, তার ব্যাক আপ হিসাবে আছেন তাব্রাইজ শামসি। এছাড়া অফ স্পিন নিয়ে কাধের ইনজুরি থেকে ফিরে আসা অভিজ্ঞ জেপি ডুমিনি আছেনই।

অফফর্মে থাকা হাশিম আমলার স্কোয়াডে থাকা নিয়ে প্রশ্ন ছিলো। তবে আজ যখন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ক্রিস নেনজানি ঘোষণা করেন হাশিম আমলার নাম তখন অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। বয়স হওয়ায় অমলা ভক্তরাও খুশি। কারণ ধারণা করা হচ্ছে এটাই আমলার শেষ বিশ্বকাপ।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড:
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, আন্ডিলে ফেলুকওয়ায়ো, ইমরান তাহির, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কুইন্টন ডি কক, অ্যানরিখ নর্টজে, লুঙ্গি এনগিডি, এইডেন মার্করাম, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, হাশিম আমলা ও তাব্রাইজ শামসি।

/আরএ

Comments