সেঞ্চুরির অভিষেকে সৌম্যের রেকর্ড নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯ নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেদক: হ্যামিল্টন টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌম্য সরকার। যদিও দিনশেষে ১ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে রেকর্ড পাতায় নাম লিখিয়েছেন সৌম্য। ম্যাচের আগের দিনে ৩৯ রানে অপরাজিত ছিলেন সৌম্য সরকার। আজ রবিবার ম্যাচের চতুর্থদিনে লাঞ্চ বিরতির আগেই টিম সাউদির বলে সিঙ্গেল নিয়ে মাত্র ৯৪ বলে (১২টি চার ও ৫টি ছক্কায়) সেঞ্চুরি পূর্ণ করেন টাইগার ওপেনার ব্যাটসম্যান। আর তাতেই রেকর্ডের পাতায় নাম তুলেন সৌম্য। অভিষেক শতকের দিনেই তামিমের সঙ্গে দেশের হয়ে সবচেয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করার কীর্তি গড়েন এই ব্যাটসম্যান। এর আগে ৯ বছর আগে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ৯৪ বলেই সেঞ্চুরি করেছিলেন তামিম। বাংলাদেশের দ্রুততম টেস্ট সেঞ্চুরি: ৯৪ বল -তামিম ইকবাল -লর্ডস — ইংল্যান্ড — ২০১০ ৯৪ বল — সৌম্য সরকার — হ্যামিল্টন — নিউ জিল্যান্ড — ২০১৯ ৯৬ বল — মুমিনুল হক — চট্টগ্রাম — শ্রীলঙ্কা — ২০১৮ ৯৮ বল — মুমিনুল হক — চট্টগ্রাম — নিউ জিল্যান্ড — ২০১৩ ১০০ বল — তামিম ইকবাল — ওল্ড ট্র্যাফোর্ড — ইংল্যান্ড — ২০১০ ১০০ বল — তামিম ইকবাল — হ্যামিল্টন — নিউ জিল্যান্ড — ২০১০ /আরএ Comments SHARES খেলাধুলা বিষয়: