শার্শায় ১৯ মামলার আসামি গোলাগুলিতে নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯ যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় গোলাগুলিতে ১৯ মামলার আসামি কুখ্যাত ইবাদত হোসেন বাবু ওরফে ছোটবাবু (৩০) নিহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার উলাশীর কুঁচেমোড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত বাবু যশোর শহরের ষষ্টীতলাপাড়ার বাচ্চু ড্রাইভারের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ১ কেজি গাঁজা, একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে বাবু নিহত হয়েছেন। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনসহ ১৯টি মামলা রয়েছে। শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আবুল হাসান জানিয়েছেন, ভোররাতে জানতে পারি কুঁচেমোড়া এলাকায় গোলাগুলি চলছে। এরপর পুলিশের দুটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। সেখানে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুপুরে জানতে পারি মৃতদেহটি ষষ্টিতলা পাড়ার কুখ্যাত ইবাদত হোসেন বাবু ওরফে ছোটবাবুর। হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমিন জানান, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে। Comments SHARES অপরাধ বিষয়: