সিরাজগঞ্জের বেলকুচিতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

আব্দুল্লাহ আল মারুফ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নুরনবী হোসেন নামের ১ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরন্নবী হোসেন (৪৫) আব্দুল হাকিমের ছেলে।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল হোসেন জানান, সোমবার সকালে বোরো ধান আবাদ করার জন্য জমি চাষ কালে নুরন্নবী ও শরিফুল ইসলামদের জমির আইল কাটলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের মানুষ লাঠি-সোটা, ফলা নিয়ে সংঘর্ষ করে এতে ১৫জন আহত এবং ১ জন নিহত হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করে। এছাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

Comments