ভক্তদের কাঁদিয়ে চলে গেলো ২২ বছর বয়সী ক্রিকেটার সনু যাদব

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৯

একুশ ডেস্ক: ক্রিকেটপ্রেমীদের কাছে কোনো ক্রিকেটারের মৃত্যু বড় কষ্টের। ক্রিকেটারদের মৃত্যুর সংবাদ তাদের কাঁদায়। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজের মৃত্যু এখনও কাঁদায় বিশ্বের ক্রিকেটপ্রেমীদের।

হিউজের মৃত্যুর শোক এখনও ক্রিকেটপ্রেমীদের মনে লেগে আছে। যা চাইলেও কখনও ক্রিকেটপ্রেমীরা ভুলতে পারবেন না। আবার ২০১৬ সালে ভারতের আঞ্চলিক টুনামেন্টে ফিল্ডিংয়ের সময় সতীর্থের সাথে ধাক্কায় প্রাণ হারায় আরেক ২৬ বছর বয়সী যুবক। এমন অনেক মৃত্যু ঘটেছে ক্রিকেটাদের। আজকে এই তালিকায় যুক্ত হলো আরো একটি নাম!

মাঝে মাঝেই শুনা যায়,ক্রিকেট অঙ্গনে ক্রিকেটারের মৃত্যু। কখন সতীর্থের বলের বা ব্যাটের আঘাতে। তবে এবার ব্যাট বা বলের আঘাতে ক্রিকেটারের মৃত্যু হয়নি। মৃত্যু হয়েছে সম্ভবত শারীরিক অসুস্থতার কারণে।

২২ বছর বয়সী মৃত্যুবরণকারী ক্রিকেটারের নাম সনু যাদব। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের একবালপুরে।

জানা গেছে, কলকাতার ময়দানে নিজেদের এক প্রস্তুতি ম্যাচে বুধবার (২০ মার্চ) মুখোমুখি হন স্থানীয় ক্রিকেট দল বালীগঞ্জ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়ররা। ওই ম্যাচে ব্যাটিং করছিলেন সনু যাদব। একপর্যায়ে অসুস্থ বোধ করেন সনু যাদব।তখন সনু যাদব ব্যাটিং ছেড়ে মাঠের বাহিরে যান।

তবে দ্রুতই সুস্থ হয়ে উঠলে ফের ব্যাটিং শুরু করেন। এরপর আবারও অসুস্থ হলে তাকে ব্যাটিং বন্ধ রাখার জন্য বলা হলেও,তিনি সুস্থতা অনুভব করলে ফের ব্যাটিংয়ে নামেন। এমন অবস্থায় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সতীর্থরা তাকে সাথে সাথে সিএবির মেডিকেল ইউনিটে নিয়ে যান।

তবে সেখানে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক সনু যাদবকে মৃত ঘোষণা করেন

এফএফ

Comments