শৈলকুপায় চলছে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতা

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

ঝিনাইদহ জেলা প্রতিনিধি: শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতা ছড়িয়ে পড়েছে, আর এই সহিংসতায় বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফলাফল প্রকাশ হবার পর থেকে এসব হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রেক্ষিতে উপজেলা জুড়ে পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে ঝিনাইদহ জেলা পুলিশ সুত্রে জানা গেছে। বিভিন্ন গ্রাম থেকে আসা সংবাদের ভিত্তিতে জানা যায় রবিবার রাতে ধর্মপাড়ায় লিটন হোসেন, টেন্টু মিয়া, ইসাহাক আলি, চান্নু মিয়া ও দিলদার হোসেনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ আলম মন্ডল লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালেহ উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে আটক করা হয়েছে।অপরদিকে পাঁচপাকিয়া গ্রামের আইয়ুব আলি, মমরেজ আলি, ওয়াহেদ আলি ও উজির অলির বাড়িতে সোমবার সকালে হামলা চালায় আনারস প্রতীকের সমর্থকরা। তারা বাড়িতে হামলা ও ভাঙচুর করে।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার রাতে বগুড়া গ্রামেও কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

বিআইজে/

Comments