সেনাবাহিনীকে সমান সুযোগ তৈরিতে মির্জা ফখরুলের আহ্বান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮ একুশ নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সেনাবাহিনীকে সমান সুযোগ তৈরিতে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দলটির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ”আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে। যা এতদিন মোটেও বিদ্যমান ছিল না।” আমরা আশা করে দেশের গর্বিত সেনাবাহিনীর প্রত্যেক সদস্য জনগণের স্বার্থের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন এবং কোনোভাবেই একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর পক্ষে কাজ করবেন না। বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশ ও জাতির সেবায় নিয়োজিত। কোনো ব্যক্তির স্বার্থরক্ষার কারণে তাঁদের সুনাম ক্ষুন্ন হতে পারে না। সবশেষে নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি জোরালো আহ্বান জানান মির্জা ফখরুল। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার থেকে সারাদেশে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করার কথা। /সিএইচ Comments SHARES নির্বাচন বিষয়: