সাতক্ষীরা-৪ আসনে নৌকা ছেড়ে কুলায় আওয়ামী লীগ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৮ একুশ ডেস্ক: সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে নৌকা ছেড়ে কুলা ধরেছেন নৌকার কর্মী সমর্থক ও নেতারা। এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে বিকল্পধারা থেকে মনোনয়ন নিয়ে কুলা প্রতীকে নির্বাচনে আছেন জাতীয় পার্টির সাবেক এমপি এইচএম গোলাম রেজা। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহুর্তে শুক্রবার রাতে শ্যামনগরে বিকল্পধারার প্রার্থী এইচএম গোলাম রেজার বাড়িতে মতবিনিময় সভা করে কুলাকে সমর্থন দেন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতারা। মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শফিউল আযম লেনিন, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা বাংলা, সাবেক সভাপতি স.ম আব্দুস সাত্তারসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। বিকল্পধারার প্রার্থী সাবেক এমপি এইচএম গোলাম রেজা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে সমর্থন দিয়েছেন। আমিই মহাজোটের প্রার্থী। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন জানান, আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে কুলা প্রতীককে সমর্থন দেয়া হয়েছে। তবে এসব বিষয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এসএম জগলুল হায়দার এমপি বলেন, কেন্দ্র থেকে আমাকে নৌকা প্রতীক নিয়ে মাঠে থাকার কথা বলা হয়েছে। কতিপয় নেতারা টাকার বিনিময়ে এখানে উল্টাপাল্টা কাজ ও কথা বলে বেড়াচ্ছেন। কেন্দ্র থেকে প্রত্যাহারের কোনো নির্দেশনা আমি পাইনি। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: