সাতক্ষীরায় ’১ম জেলা প্রশাসক টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯

রেদওয়ানুল ফেরদৌস রনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্ববধানে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় তিনি বলেন, “বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা জেলা সব দিক দিয়ে এগিয়ে। অনেক রক্তের বিনিময়ে আমরা এদেশ স্বাধীন করেছি। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কোন জঙ্গি সন্ত্রাসীর স্থান নেই। আমি মহান জাতীয় সংসদে বলেছি আমার সাতক্ষীরার মানুষ এখন আর রাস্তা কাটেনা, গাছ কাটেনা, জঙ্গি সন্ত্রাসীদের ঘৃণা করে। সাতক্ষীরার মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ভালবেসে সাতক্ষীরার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বত-স্পুর্তভাবে নৌকায় ভোট দিয়েছে।

তিনি আরো বলেন, ক্রীড়াঙ্গনে জেলার সুনাম ধরে রাখতে ক্রীড়াঙ্গনকে আরো বেশি উজ্জীবিত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ভারপ্রাপ্ত ইলতুৎ মিশ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক পত্মী মিসেস লাভলী কামাল, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

প্রথম জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় সাতক্ষীরা সদর উপজেলা দল বনাম সাতক্ষীরা পৌরসভা দল। খেলায় সাতক্ষীরা পৌরসভা নির্ধারিত ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে সাতক্ষীরা সদর উপজেলা দল ১৭ ওভার ১ বল খেলে ১৪৯ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌছে যায় এবং ৬ উইকেটে জয়লাভ করে প্রথম জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাতক্ষীরা সদর উপজেলা দল শামীম এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন একই দলের ওলিউল করিম রনি। এ সময় উপস্থিত ছিলেন সদর এসিল্যান্ড মো. নুর আলম রনি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক শেখআব্দুল কাদের, নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, ইদ্রিস বাবু, ইকবল কবির খান বাপ্পি, হাফিজুর রহমান খান বিটু, মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং অসংখ্য ক্রিকেট প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

বিআইজে/

Comments