৭ বছরে ৬৩ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

একুশ সংবাদ: বছরের পর বছর ধরে পিছিয়ে চলছে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। নতুন করে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ৩১ মার্চ প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য করেন।

আজ মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় এ দিন ধার্য করা হয়।

এ নিয়ে ৭ বছরে ৬৩ বারের মতো মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

/সিএইচ

Comments