রিয়ালকে হারিয়ে ১৩ বছর পর কোয়ার্টার ফাইনালে আয়াক্স

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০১৯

একুশে ডেস্ক: রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে চ্যাম্পিয়ন রিয়ালের মুখোমুখি হয় আয়াক্স। প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল আয়াক্স। তাই কোয়ার্টারে যেতে বার্নাব্যুতে কমপক্ষে ২-০ গোলে জয়ের প্রয়োজন ছিল আয়াক্সের।

শেষ পর্যন্ত আয়াক্স রিয়ালকে নিয়ে এক প্রকার ছেলেখেলাই করলো বার্নাব্যুতে। এতে করে হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা বিদায় নিলো চ্যাম্পিয়নস লিগ থেকে। তাই এবারের মৌসুমে শিরোপাশূন্য থাকতে হচ্ছে রিয়ালকে।

কারণ ইতোমধ্যে কোপা দেল রেতে বার্সেলোনার কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল। আর লা লিগায় বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট পার্থক্য ১২। তাই শিরোপা দৌড়ে পিছিয়ে আছে বলাই চলে।

ম্যাচের শুরুতেই বার্নাব্যুতে শোকাবহ পরিবেশ সৃষ্টি করেন আয়াক্সের হাকিম জায়িচ। মাঝমাঠের কাছে টনি ক্রুসের দুর্বল ব্যাকপাস ডুসান তাডিচ নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে ছোট করে বাড়ান হাকিমকে। পেনাল্টি স্পটের কাছ থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান এই ডাচ মিডফিল্ডার।

প্রথম গোলের ১৮ মিনিট পর আবারও গোল খেলো রিয়াল। এই গোলেও গুরুত্বপূর্ণ অবদান ছিল সার্ব ফরোয়ার্ড তাডিচের।

কাসেমিরোকে কাটিয়ে তাডিচ অনেকটা এগিয়ে কোনাকুনি ডি-বক্সে বল বাড়ান। এসময় তাকে বাধা দিতে এগিয়ে আসেনি কেউই। বল ধরে এগিয়ে আসা গোলরক্ষক কোর্তোয়াকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেরেস।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে আগের দুই গোলের যোগানদাতা তাডিচ এবার নিজে গোল করেন। ৬২তম মিনিটে সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়ে ভিতরে ঢুকেই বাঁ পায়ের উঁচু জোরালো শটে বল ঠিকানায় পাঠান তাডিচ।

গোলটির আক্রমণের শুরুতে বল বাইলাইন পেরিয়ে গিয়েছিল কিনা সন্দেহে ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।

৭০ মিনিটে অবশ্য অ্যাসেনসিও একটি গোল শোধ দেন। কিন্তু ৭২ মিনিটে আয়াক্স রিয়ালের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। এ সময় ফ্রি কিকে অসাধারণ গোলটি করেন লাসে স্কোনি।

শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৫-৩) রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৩ বছর পর কোয়ার্টার ফাইনালে নাম লেখায় আয়াক্স।

নিজেদের ক্লাবের ইতিহাসের ১১৭তম জন্মদিনে এমন পরাজয়ে মুষড়ে পড়লো রিয়াল মাদ্রিদ। ১৯৯৪-১৯৯৫ মৌসুমের পর এবারই কোনও ক্লাব নিজেদের মাঠে প্রথম লেগ হেরেও চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল মাদ্রিদকে বিদায় করল।

/এফএফ

Comments