প্রতিমন্ত্রীর ভাগ্নে ইয়াবাসহ গ্রেফতার একুশ নিউজ ২৪ ডটকম একুশ নিউজ ২৪ ডটকম প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২ শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি : শ্রমপ্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র ভাগ্নেকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) সন্ধায় প্রতিমন্ত্রীর মেজো বোন নার্গিস বেগমের বাড়িতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স। এসময় ১৮ পিস ইয়াবাসহ প্রতিমন্ত্রীর ভাগ্নে আরিফুজ্জামান রূপমকে গ্রেফতার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের উপ পরিচালক মিজানুর রহমান জানান, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুরের আঞ্জুমান রোডের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় প্রতিমন্ত্রীর বোনের ছেলে আরিফুজ্জামান রূপমকে (২৪) ১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফা ঘটনাস্থলে তাকে ৫ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রূপম দীর্ঘদিন প্রবাস জীবন যাপন শেষে কিছুদিন আগে দেশে ফিরে মাদকাসক্ত হয়ে পড়েন। তবে এ বিষয়ে কেএমপি’র কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো কিছু জানাতে পারেননি। /এমআর/একুশনিউজ/ Comments SHARES অপরাধ বিষয়: বেগম মন্নুজান সুফিয়ানশ্রমপ্রতিমন্ত্রী