গোলাম মাওলা রনিকে হারিয়েছেন সিইসির ভাগ্নে সাজু

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

একুশ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে সাবেক এমপি বিশিষ্ট লেখক ও কলামিস্ট গোলাম মাওলা রনিকে হারিয়েছেন সিইসি নূরুল হুদার ভাগ্নে শাহজাদা সাজু।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার ভাগ্নে এস এম শাহজাদা সাজু বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

২ লাখ ১৫ হাজার ৫৬৯ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মাওলা রনি পেয়েছেন ৬১৭৬ ভোট।

২০০৮ সালে গোলাম মাওলা রনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাংসদ থাকাকীলন টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে নিজ দলের সমালোচনা করে দলের বিরাগভাজন হন।

২০১৩ সালে সাংসদ থাকাকালীন প্রধনমন্ত্রীর এক উপদেষ্টার মালিকানাধীন একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিককে মারধরের অভিযোগে গ্রেফতার হয়ে কারাভোগ করেন।

পরে ২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৬ নভেম্বর তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতিকে নির্বাচনে অংশ নেন।

/এসএস

Comments