রামপালে প্রার্থী নির্বাচনে ভোট; এগিয়ে ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯ অমিত পাল, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপাল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী বাছাই করতে আওয়ামীলীগ এর মনোনয়ন ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০ টায় রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আঃ খালেক এবং বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভোটের ফলাফলে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় নেতাকর্মীদের ভোটে এগিয়ে আছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। তিনি ১৪৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি বর্তমান উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ পেয়েছেন ১০২ ভোট। অপর মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা আওয়ামীলীগ সহসভাপতি মোল্যা আঃ রউফ ৩ ভোট পেয়েছেন। উপজেলা আওয়ামীলীগের চলতি কমিটির সদস্যরা, ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদক এবং ইউনিয়ন কমিটির সভাপতি সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান পদের মনোনয়নে প্রার্থী বাছাই করতে ভোট প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির নেতা শ্যামল সিংহ রায়,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জামিল হোসেন জামু সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তবে অন্য দুইটি পদ উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান উম্মুক্ত রাখা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করতে আগ্রহীরা হলেন, যুবলীগ সভাপতি নূরুল হক লিপন, সাবেক ভাইচ চেয়ারম্যান হামিম নূরী, গাজী রাশেদুল ইসলাম ডালিম,হাওলাদার হাফিজুর রহমান,একরামুল কবীর কচি,আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বোরহান উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক এ্যাড. চয়ন মন্ডল। অপরদিকে মহিলা ভাইচ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করতে চান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সায়রা বেগম, হালিমা আক্তার উর্মি,নওমী বিশ্বাস সাথী। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: