প্রসঙ্গ, পুলওয়ামায় হামলা

পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৯

নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেদক: সদ্য শেষ হওয়া পিএসএলের কিছু ম্যাচ সম্প্রচার করা হয়নি ভারতের কোন স্পোর্টস চ্যানেলে এমন কি ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজেও কোন আপডেট দেয়া হয়নি পাকিস্তান সুপার লীগের।

মূল কারণ ছিলো কাশ্মীর হামলা। তবে এবার পাল্টা জবাবে পাকিস্তান আগামী ২৩ তারিখ থেকে অনুষ্ঠিত আইপিএলকে পাকিস্তানে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের কোনো চ্যানেল সম্প্রচার করা হবে না আইপিএলের কোনো ম্যাচ।

শুধু তাই নয়, পাকিস্তানে অন্য দেশের চ্যানেলেও আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছেন পাকিস্তান সরকার।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে জঙ্গিদের বোমা হামলায় অন্তত ৪০ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হয়েছে। এ নিয়ে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। হুমকি-পাল্টা হুমকিতে যুদ্ধাবস্থা তৈরি হয়।

/আরএ

Comments