ভিপি প্রার্থী নূর ও লিটন নন্দীর ওপর হামলার অভিযোগ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯ একুশে ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুহসিন হলের ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী। আজ সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। প্রভোস্ট নিজামুল হক ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘ভুল বোঝাবুঝি থেকে এ রকমটা হয়েছে। এখন পরিবেশ পুরোপুরি শান্ত।’ ঘটনা জানতে চাইলে লিটন নন্দী সাংবাদিকদের বলেন, ‘হলে প্রবেশ করতে গেলেই তারা (ছাত্রলীগ) হামলা চালায়। এ সময় আমার সঙ্গে থাকা অন্য প্রার্থীরাও লাঞ্ছিত হন।’ ঘটনার পর ছাত্রলীগ ও বাম জোটের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোটা আন্দোলন প্যানেলের ভিপি প্রার্থী নূরুল হক নুরের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এফএফ Comments SHARES নির্বাচন বিষয়: