পৃষ্ঠপোষকতা ছাড়া নয়ন বন্ড তৈরি হয়নি: হাইকোর্ট নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯ নিউজ ডেস্ক: বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আদালত কখনোই সমর্থন করে না, পৃষ্ঠপোষকতা ছাড়া নয়ন বন্ড তৈরি হয়নি। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার সকালে রিফাত হত্যার সবশেষ প্রতিবেদন জমা দেয়া হলে, আদালত এ মন্তব্য করেন। এসময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, সন্দেহভাজন আসামি ধরতে অভিযান চালানোর সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোঁড়া গুলিতে রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন নিহত হন। বরগুনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জমা দেয়া সবশেষ প্রতিবেদনে রিফাত হত্যার সঙ্গে জড়িত এজাহারভূক্ত পাঁচ আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদন জমার পর ডেপুটি এটর্নি জেনারেল হাইকোর্টে জানান, প্রত্যেকটা বন্দরে সিকিউরিটি এলার্ট দেয়া আছে যাতে রিফাত হত্যার আসামীরা পালাতে না পারে। Comments SHARES অপরাধ বিষয়: