নোয়াখালী-৪; শেষ মুহুর্তে হাতপাখার জমজমাট প্রচারণা

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮

একুশ নিউজ, নোয়াখালী প্রতিনিধি: নির্বাচনী প্রচারণার শেষ সময় ছিলো আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত। প্রচারণার শেষ সময়েও ব্যস্ত ছিলো নোয়াখালী-৪ (সদর) আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকের প্রার্থী আব্দুল হান্নান।

গতকাল বৃহস্পতিবার মাইজদী শহরে বিশাল মিছিলের বহর নিয়ে জনসংযোগ ও পথসভা করেন হাতপাখার এই প্রার্থী। আজ সকালেও চলে বিরামহীন গণসংযোগ।

জনসংযোগে হাজার হাজার কর্মী সমর্থক অংশ শহরজুড়ে বিশাল শোডাউন করে। শোডাউন শেষে পথসভায় বক্তব্য রাখেন হাতপাখা প্রার্থী আব্দুল হান্নান।

এসময় তিনি ভোটারদের উদ্দেশ্যে দূর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে শান্তির জন্য পরিবর্তনের লক্ষ্যে হাতপাখা প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান।

এসম উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী শহীদুল ইসলাম, সদর থানা সভাপতি ফিরোজ আলম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ইসলামী শ্রমিক আন্দোলন এর উপদেষ্টা আব্দুল বাসেত, ছাত্র আন্দোলন জেলা সভাপতি দিদারুল ইসলাম, যুব আন্দোলনের জেলা সভাপতি কাউসার আহমাদ, থানা সদর সাংগঠনিক সম্পাদক আঃ মুকিত, রায়হান ফারুক প্রমুখ।

/এসএস

Comments