ঝালকাঠিতে বিদ্রোহী প্রার্থীর সঙ্গে আ. লীগের সংঘর্ষ, আহত ২৫

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৯

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় আওয়ামীলীগ ও  বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। ৩য় ধাপের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।  এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১২ টার দিকে রাজাপুর উপজেলার বাঘড়ি বাজার এলাকায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মনিরউজ্জামানের কয়েকজন কর্মী ও বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মিলন মাহামুদ বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় একটি মোটরসাইকেলে আগ্নিসংযোগ ও একটি দোকানে হামলার ঘটনা ঘটে।

অপরদিকে শুক্রবার রাতে কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম কিবরিয়া সিকদারের সমর্থকদেরর বসতঘর ভাংচুর করে নৌকা প্রতীকের প্রার্থী এমাদুল হক মনিরের সমর্থকরা।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. মোজাম্মেল রেজা বলেন, এসব ঘটনায় দুই উপজেলা থেকে ১৪জনকে গ্রেফতাপর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএফ

Comments