নীলফামারীর ডিমলায় প্রতারক চক্রের ৩ সদস্য আটক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯ নাহিদ হাসান (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় একটি সংগঠনের ভুয়া তিন কর্মকর্তাকে আটক করেছে ডিমলা থানা পুলিশ। গতকাল বিকালে উপজেলার তিস্তা নদী বেষ্টিত টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সায়মা ওয়াজেদ পুতুলের প্রিয় সংগঠন, হতদরিদ্র জণগোষ্ঠী ও প্রতিবন্ধী শিশুদের আর্থিক সাহায্য প্রদান এবং আন্তর্জাতিক দাতা দেশগুলোর সাহায্য সহযোগিতায় পরিচালিত ‘সবার মুখে হাসি দেখতে চাই’ শিরোনামে ভুয়া ফরম তৈরি করে সদস্য হওয়ার জন্য এলাকার সহজ সরল মানুষদের কাছ থেকে প্রতারণা মাধ্যমে ৩শ’ টাকা করে হাতিয়ে নেয়ার সময় ভুয়া ওই কর্মকর্তাদের গতিবিধি সন্দেহজনক হলে এলাকার লোকজন তাদের আটক করে। ফরমে উল্লিখিত নাম্বারে যোগাযোগ করা হলে সংগঠনটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পরে ভুক্তভোগীরা টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হকের সহযোগিতায় ওই তিন কর্মকর্তাকে ডিমলা থানায় সোপর্দ করে। এ ব্যাপারে ডিমলা থানায় ভুয়া কর্মকর্তা ডিমলা উপজেলার দক্ষিণ ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চৌধুরী পাড়ার মৃত আকবর চৌধুরীর ছেলে আব্দুল খালেক চৌধুরী (৩৫), ধানশিড়ি আবাসিক এলাকার জিন্নাতুন করিম প্রধানের ছেলে সাজ্জাদ হোসেন শুভ (৩০) ও পশ্চিম গুড়াতী পাড়া রংপুরের সপিজার রহমানের ছেলে ফরিদ আলী (২৫)কে আসামি করে একটি প্রতারণা মামলা করা হয়। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ভুয়া তিন কর্মকর্তার নামে মামলা করে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিআইজে/ Comments SHARES অপরাধ বিষয়: প্রতারক চক্র