নিউজিল্যান্ড-বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক: বুধবার থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রঙিন পোশাকের লড়াই শুরুর আগে দেখে নেওয়া যাক দু’দলের মধ্যকার ওয়ানডে লড়াইয়ের পরিসংখ্যান-

  • হেড টু হেড:-

১৯৯০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৩১টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগার ও ব্লাকক্যাপসরা। যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচে জয়ের হাসিতে মেতেছে কিউইরা। বাংলাদেশের ১০ জয়ের বিপরীতে ২১টি জয় পেয়েছে ব্ল্যাকক্যাপসরা।

  • সর্বোচ্চ রানের ইনিংস:-

পরস্পর মুখোমুখির পরিসংখ্যানের মতো এখানেও এগিয়ে কিউইরা। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচবার ৩০০+ রানের ইনিংস খেলেছে কিউইরা। যার মধ্যে ২০১৬ সালে ঘরের মাঠে ৭ উইকেটে ৩৪১ রানের ইনিংসটি তাদের সর্বোচ্চ রানের ইনিংস ছিল।

ব্লাকক্যাপসদের বিপক্ষে এখন পর্যন্ত একবার ৩০০ এর চেয়ে বেশি রান করতে সক্ষম হয়েছিল টাইগাররা। ২০১৩ সালে ব্ল্যাকক্যাপসদের হোয়াইটওয়াশের লজ্জা দেওয়া ম্যাচে রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ৩০৯ রান করেছিল টাইগাররা। যা ওয়ানডেতে কিউইদের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ রানের ইনিংস।

  • শীর্ষ ৫ রান সংগ্রাহক:-

দু’দলের মধ্যকার ওয়ানডে লড়াইয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহক রস টেলর। ২০ ম্যাচ থেকে ২ শতক ও ৬ অর্ধশতকে ৭৮৬ রান সংগ্রহ তার। এরপরের চারটি অবস্থানে রয়েছেন যথাক্রমে চারজন বাংলাদেশি ক্রিকেটার। ৫৭৫ রান নিয়ে সাকিব আল হাসান,৫৩০ রান নিয়ে তামিম ইকবাল,৫১৬ রান নিয়ে মুশফিক ও ৫০১ রান নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদও অাছেন।শীর্ষ ৫ জনের তালিকায়।

  • সবচেয়ে বেশি শতক:-

উভয় দলের ওয়ানডে লড়াইয়ে সর্বাধিক দুটি করে শতকের ইনিংস রয়েছে তিনজন ক্রিকেটারের। যার মধ্যে দুজন হচ্ছেন বাংলাদেশি ও একজন নিউজিল্যান্ড ক্রিকেটার। মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের সাথে দুটি করে শতক হাঁকিয়েছেন রস টেলর।

  • সবচেয়ে বেশি অর্ধশতক:-

দু’দলের লড়াইয়ে সবচেয়ে বেশি অর্ধশতক রস টেলরের। তার ৬ অর্ধশতকের বিপরীতে ৫টি অর্ধশতকের ইনিংস রয়েছে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের।

  • শীর্ষ ৫ উইকেট শিকারি বোলার তালিকা:-

৩৫ উইকেট নিয়ে সবার শীর্ষে রয়েছেন অল-রাউন্ডার সাকিব আল হাসান। তার থেকে ২ উইকেট কম নিয়ে তালিকার দুইয়ে কাইল মিলস, ৩১ উইকেট নিয়ে তিনে ড্যানিয়েল ভেট্টোরি, ২১ উইকেট নিয়ে চারে রুবেল হোসেন ও ১৯ উইকেট নিয়ে পঞ্চম অবস্থানে আছেন জ্যাকব ওরাম।

  • সেরা বোলিং ফিগার:-

দু’দলের ওয়ানডে লড়াইয়ে এখনো পর্যন্ত মাত্র তিনজন বোলার ইনিংসে ৫ উইকেট নিতে সক্ষম হয়েছেন। যার মধ্যে দুজন বাংলাদেশের ও একজন নিউজিল্যান্ডের। এর মধ্যে সেরা বোলিং ফিগার রুবেল হোসেনের (৫.৫-০-২৬-৬)।

  • সবচেয়ে বেশি ডিসমিসাল:-

এ তালিকায় সবার উপরে রয়েছে ব্রেন্ডন ম্যাককালামের নাম। ৩৩ ক্যাচ ও ৩ স্টাম্পিংসহ তার মোট ডিসমিসাল সংখ্যা ৩৬। তার আশেপাশেও নেই কেউ। ১৫ ক্যাচ ও ৩ স্টাম্পিং নিয়ে তালিকার এরপরের অবস্থানে রয়েছেন মুশফিকুর রহিম।

  • সবচেয়ে বেশি ক্যাচ:-

এ রেকর্ডটি মাহমুদউল্লাহ রিয়াদের। দু’দলের ওয়ানডে লড়াইয়ে সর্বোচ্চ ৯টি ক্যাচ তালুবন্দী করেছেন বাংলাদেশের এ অভিজ্ঞ ক্রিকেটার।

  • অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ:-

ড্যানিয়েল ভেট্টোরির দখলে রয়েছে এই রেকর্ডটি। মোট ১৬টি ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন তিনি। যার মধ্যে দল জিতেছে ১১বার আর পরাজয়ের স্বাদ পেয়েছে ৫বার।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭টি করে ম্যাচে অধিনায়কত্ব করেছেন মাশরাফি ও সাকিব। যা দু’দলের মধ্যকার ওয়ানডে লড়াইয়ে দ্বিতীয় সর্বোচ্চ। আসন্ন এ সিরিজে সাকিবকে টপকে যাওয়ার সুযোগ পাচ্ছেন মাশরাফি।

  • খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ:-

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে লড়াইয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার মুশফিকুর রহিম। এখনো পর্যন্ত মোট ২২টি ওয়ানডে খেলেছেন তিনি।

/আরএ

Comments