পাইকগাছায় জব্দকৃত পিকআপ ভর্তি চিংড়ি পোনা নদীতে অবমুক্ত, ৪ ব্যক্তিকে জরিমানা

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা: পাইকগাছায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাকৃতিক উৎস নদী থেকে আহরিত চিংড়ির পোনা সরবরাহ ও বিক্রয় করার অভিযোগে পিকআপ ভর্তি পোনা জব্দ সহ ৪ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ভোরে কতিপয় পোনা ব্যবসায়ীরা ঢাকা মেট্রো-ড-১১-৬৮৪৪ নং পিকআপ যোগে প্রাকৃতিক উৎস নদী থেকে আহরিত চিংড়ি (বাগদা) পোনা সরবরাহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ অভিযান চালিয়ে পিকআপ ভর্তি পোনা জব্দ করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পোনা ব্যবসায়ী পৌরসভার বাতিখালী গ্রামের মৃত নূরুল ইসলাম মোড়লের ছেলে নাজমুল ইসলাম ফিরোজ (৪৫), দাকোপের চান্নিরচক গ্রামের কার্তিক চন্দ্র বাছাড়ের ছেলে তুষার কান্তি বাছাড় (৩৯), বাগেরহাটের খানপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে শামীম শেখ (৩১) ও বাগেরহাটের রামপাল হোগলডাঙ্গা গ্রামের কুদ্দুস মল্লিকের ছেলে রবিউল মল্লিক (৩৮) প্রত্যেকের নিকট থেকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় জব্দকৃত পিকআপ ভর্তি পোনা নদীতে অবমুক্ত করে দেন। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ ও পেশকার দীপঙ্কর প্রসাদ মল্লিক।

এমএম/

Comments