ফণীর পর সাগরে শক্তিশালী ঝড় বায়ু, ভারতীয় আবহাওয়া দপ্তর

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯

ডেস্ক: ফণীর পর সাগরের তৈরি হলো শক্তিশালী ঝড় বায়ু। গুজরাট উপকূলে প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সাইক্লোন বায়ু।

ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, প্রবল শক্তি নিয়ে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে বায়ু।

আশঙ্কা করা হচ্ছে, বৃহস্পতিবার গুজরাট উপকূলের পোরবন্দর ও মাহুবায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে সাইক্লোনটি। দিউ এলাকাতেও এর প্রভাব পড়বে।

আরও জানা যায়, বায়ুর শক্তি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে বইতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা থেকেই আরব সাগর উপকূলবর্তী এলাকায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। লাক্ষাদ্বীপ, কেরালা, কর্ণাটক এবং দক্ষিণ মহারাষ্ট্রের উপকূলে এর ব্যাপক প্রভাব পড়তে পারে।

বুধবার সকালেই গুজরাটের উপকূলে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সন্ধ্যায় তা আরও তীব্র হবে।

ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব আরব সাগর, লাক্ষাদ্বীপ-সহ কেরালা, কর্ণাটক উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যা আগামী দুই দিন বলবৎ থাকবে।

চলতি বছরে এপ্রিলের শেষে ওডিশা ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে তাণ্ডব চালায় সাইক্লোন ফণী। যার প্রভাব পড়ে বাংলাদেশের উপকূলে।

এসকে/

Comments