নরওয়ের মসজিদে গুলি, মুসল্লির সাহসিকতায় বাঁচল বহু প্রাণ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৯ নরওয়ের একটি মসজিদে বন্দুকধারী হামলা চালিয়েও ‘সফল’ হয়নি। শনিবার বিকেলে এক ‘শ্বেতাঙ্গ তরুণ’ মসজিদের দরজা ভেঙে ভেতরে ঢুকে গুলি চালাতে থাকলে এক মুসল্লি তাকে জাপটে ধরেন। এই প্রতিবেদন লেখার সময় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তার বয়স ৭৫ বছরের কাছাকাছি। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে হামলার ঘটনা ঘটে। দেশটিতে রোববার উদ্যাপিত হবে ঈদুল আজহা। দেশটির অসলো শহরের ২০ কিলোমিটার দূরে আল-নুর ইসলামিক সেন্টারে হামলাটি করা হয়। হামলাকারীকে একজন তরুণ শ্বেতাঙ্গ বলে চিহ্নিত করতে সক্ষম হয় পুলিশ। তাৎক্ষণিকভাবে তার আরও কোনো পরিচয় জানা যায়নি। মসজিদের পরিচালনা কমিটির সদস্য ইরফান মুশফিক শনিবার বিকেলে বলেন, বন্দুকধারীর মাথায় হেলমেট ছিল। পরনে ছিল ইউনিফর্ম। তিনি জানান, ওই তরুণ গুলি চালানো শুরু করলে আরেক মুসল্লি তাকে প্রতিহত করেন। মুশফিক বলেন, ‘হামলাকারীর কাছে দুটি বন্দুক ছিল। সে কাচের দরজা ভেঙে ভেতরে ঢুকে গুলি চালাতে থাকে।’ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: