নির্যাতন সহ্য করতে না পেরে পালানোর চেষ্টা, সপ্তম তলা থেকে পড়ল গৃহকর্মী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯ রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনের সপ্তম তলার ভেন্টিলেটর দিয়ে পালাতে গিয়ে শরিফ (১১) নামে এক গৃহকর্মী আহত হয়েছে। এ সময় স্বপন (১২) নামে আরেক গৃহকর্মীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া বলেন, ‘শনিবার সকালে শরিফ ও স্বপন নামে দুই কাজের ছেলে ধানমন্ডি ১৪/এ রোডের একটি ১৩তলা ভবনের সপ্তম তলার বাসার বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পালাতে গিয়ে একজন নিচে পড়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ কাজল মিয়া বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল ১০টার দিকে গিয়ে স্বপনকে (১২) ষষ্ঠ তলার জানালায় ধরে দাড়িয়ে থাকা অবস্থায় উদ্ধার করেন।’ পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও তিনি জানান। এদিকে আহত শরিফকে উদ্ধারকারী গৃহকর্তার গাড়িচালক মো. খায়রুল মিয়া বলেন, ‘তারা দু’জনই সপ্তম তলার কিবরিয়ার বাসায় কাজ করত। শরিফ ৮ থেকে ১০ দিন আগে ওই বাসায় আসে। আজকে তারা ভেন্টিলেটর ভেঙে রশি বেঁধে নিচে নামার সময় একজন প্লাস্টিকের চালের ওপর পড়ে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।’ খায়রুল আরও বলেন, ‘কিবরিয়ার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। সেখানে তার ব্রিকফিল্ড রয়েছে। আর আহতের বাড়িও একই এলাকায়। শরিফের বাবার নাম রফিক মিয়া।’ হাসপাতাল সূত্রে জানা গেছে, শরিফের মাথায় আঘাত ও বাম পা উরু বরাবর ভেঙে গেছে। মাথায় আঘাত লাগায় তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত শরিফ সাংবাদিকদের জানায়, ওই বাসার লোকজন তাদের মারধর, বকাঝকা করত। বাসার বাইরে যেত দিত না। তাই তার পালাতে চেয়েছিল। এই ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘শরিফ চিকিৎসাধীন রয়েছে, তার পাশে ধানমন্ডি থানার পুলিশ রয়েছে।’ Comments SHARES অপরাধ বিষয়: