কলকাতার রাস্তায় ‘জয় শ্রীরাম’ বিষয়ে অমর্ত্য সেনের মন্তব্যের পোস্টার!

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯

ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ‘জয় শ্রীরাম’ নিয়ে করা মন্তব্য এবং তার ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে কলকাতার রাস্তার মোড়ে মোড়ে।

গত ৫ জুলাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেন, এর আগে আমি কখনও ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনিনি। এখন এটা মানুষকে মারধর করতে ব্যবহার করা হচ্ছে। আমি মনে করি, এরসঙ্গে বাংলার সংস্কৃতির কোনও যোগ নেই।

পোস্টারে অমর্ত্য সেনের মন্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে, আমি আমার ৪ বছরের নাতনিকে জিজ্ঞেস করেছিলাম, তার প্রিয় দেবতা কে? সে বলেছিল মা দুর্গা। মা দুর্গার সঙ্গে রাম নবমীর কোনও তুলনাই হয় না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, কলকাতাবাসীর পক্ষ থেকে এই পোস্টার লাগানো হয়েছে। নীল, সাদা, রং-এ তৈরি করা হয়েছে পোস্টারটি। এ পোস্টার লাগানোর সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, তবে অমর্ত্য সেনের মন্তব্যকে স্বাগত জানিয়েছে তারা।

রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন, বাংলার মানুষ এবং নাগরিক সমাজের পক্ষ থেকে এই পোস্টার। অর্মত্য সেন পশ্চিমবঙ্গ এবং ভারতের গর্ব।

সূত্র: এনডিটিভি

Comments