সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নড়াইলে প্রস্তুতি সম্পন্ন; পুলিশ সুপারের ব্রিফিংয়ে

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে নড়াইল জেলা পুলিশের প্রত্যেকটি টিম প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম, বার) জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবারের উপজেলা নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নড়াইলে একজন অতিরিক্ত ডিআইজি নিয়োজিত থাকবেন। সেই সাথে প্রত্যেকটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটলে ডিআইজি মহোদয়ের নির্দেশক্রমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে নড়াইল জেলা পুলিশ সদা তৎপর থাকবে। এছাড়াও ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্যও তিনি অনুরোধ করেন।

শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টায় নড়াইল পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে এক প্রেস ব্রিফিং-এ নড়াইলের পুলিশ সুপার এ সকল তথ্য জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন,(কালিয়া সার্কেল) রিপন বিসাস.সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমান, ডি আই এস এম (১), ইকবাল হোসেনসহ নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের কর্মকর্তাবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

/আরএ

Comments