নড়াইলকে একটি সুন্দর বাসযোগ্য শহর গড়ে তুলব: জনসভায় মাশরাফি

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

নিজস্ব প্রতিনিধি একুশ নিউজ: বাংলােদশ ওয়ানডে ক্রিকেট অধিনায়ক মাশরাফি একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বলেন, আমার অনেক দিনের ইচ্ছা ছিল নড়াইলকে একটি সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা। সে সুযোগ সামনে এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সুযোগ দিয়েছেন।

আগামীতে যদি সে সুযোগ আসে তাহলে আমি আপনাদের সেবা করার চেষ্টা করব। নিজের পিতৃভূমি মাইজ পাড়ার জনসভায় তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি।

আজ সোমবার (২৪ ডিসেম্বর) মাইজপাড়া আদর্শ কলেজ মাঠে এক বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচিত হলে মাইজপাড়াকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এ জন্য আমি আপনাদের সবার সহযোগিতা চাই। মাইজপাড়া আদর্শ কলেজ মাঠে এক বিশাল জনসভায় এ কথা বলেন।

মাইজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যারনর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল সাহা, আওয়ামী লীগ নেতা ও নড়াইল পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন প্রমুখ।

এদিকে মাশরাফি মাইজপাড়া ছাড়াও দিনব্যাপি জেলা আইনজীবী সমিতি, সদরের মাইজপাড়া, গারোচোরা, সিঙ্গিয়া-কোমখালি, হবখালি, ধোন্দা, পাজারখালি, রঘুনাখপুর, বরাশুলা, শাহাবাদ ও রতডাঙ্গা বাজারে পথ সভায় যোগদান করেন।

জনপ্রিয় এই ক্রিকেট খেলোয়াড় মাশরাফি, শনিবার (২২ ডিসেম্বর) ঢাকা থেকে মাওয়া হয়ে নড়াইলে প্রবেশ করেন। মনোনয়নের পর প্রথম নড়াইলে এসেই সবার মন জয় করেছেন। লক্ষাধিক কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও আওয়ামী লীগ নেতা-কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তাকে এক নজর দেখার জন্য নড়াইল-কালনা ১৯ কি.মি. সড়কে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। তিনি ঐ দিন ১০ জায়গায় বক্তব্য রাখেন।

নড়াইল সদর আসন (নড়াইল-২) নড়াইল পৌরসভা, সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৭৮২জন।

/সিএইচ

Comments