আইসিসি ওয়ানডে স্টাটাস পেলো নামিবিয়া ও পাপুয়া নিউগিনি

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯

স্পোটর্স ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ওমানের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে খেলার মর্যাদা পেলো পাপুয়া নিউগিনি ও নামিবিয়া। আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে শনিবার (২৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

মাত্র দুদিন আগেই যুক্তরাষ্ট্র ও ওমানের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলার যোগ্যতা অর্জনের ঘোষণা দেয় আইসিসি।

ওয়ানডে স্ট্যাটাস পাওয়ায় এখন থেকে টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে খেলতে পারবে দেশগুলো। তবে ২০২১ সাল পর্যন্ত তাদের এই স্ট্যাটাস দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আইসিসির দেওয়া লক্ষ্য অনুযায়ী নিজেদের উন্নতি করতে না পারলে আবার তাদের স্ট্যাটাস কেড়ে নেওয়া হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে।

ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশ নামিবিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগে হংকংয়ের বিপক্ষে দাপুটে এক জয় পায় স্বাগতিকরা। এর পরই আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তাদের এই আনন্দের সংবাদ।

আফিস পার্কে স্টিফেন বার্ড আর জেপি কোটজের জোড়া সেঞ্চুরিতে ভর করে নিজেদের ইতিহাসের রেকর্ড সংগ্রহ (৩ উইকেটে ৩৯৬) গড়ে নামিবিয়া। বড় লক্ষ্যের জবাবে হংকং মাত্র ২৪৫ রানেই থেমে যায়। ১৫১ রানের বড় জয়ে নিশ্চিত হয়েছে নামিবিয়ার ওয়ানডে স্ট্যাটাস। এর আগে সবশেষ ২০০৩ সালের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলো নামিবিয়া।

/আরএ

Comments