মুক্তাগাছায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ৩ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৯ আশরাফুল ফরাজী, মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার (নৌকা) ও মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের (আনারস) সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আটানি বাজার মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগন লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, আটানী বাজার ছোট মসজিদের সামনে আনারসের কর্মীদের হামলায় সাবেক কমিশনার ও শহর আওয়ামী লীগের সদস্য আব্দুস সামাদ সাহেব আহত হয় এবং তার দোকান ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে আওয়ামীলীগের মনোনীত সমর্থকেরা বিবাদে জড়িয়ে পড়ে। আর এই দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা ওই বাজারের মোড়ে মুখোমুখি হয়ে উত্তেজনাকর স্লোগান দিতে থাকে। আর স্লোগান দেয়া থেকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। লোকমুখে এ খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। দেশীয় অস্ত্রের মহড়ায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ । এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) আলী আহাম্মেদ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিআইজে/ Comments SHARES নির্বাচন বিষয়: সংঘর্ষ